অন্যান্য

নাচোলে চাষী সেন্টুর মরিচ চাষে বাজিমাত

  প্রতিনিধি 28 August 2025 , 3:02:47 প্রিন্ট সংস্করণ

মোঃ ইসমাইল হোসেন , নাচোল

মরিচ চাষের প্রচলিfত পদ্ধতি ব্যতিরেকে বর্তমান সময়ে ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে মালচিং পদ্ধতি। এই পদ্ধতিতে খুব অল্প সময়ে স্বল্প খরচে ফসল উৎপাদন করা যায়। এছাড়াও রোগ বালাইয়ের আক্রমণও কম হয়। চলতি বছর মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে ব্যাপক সফলতার পাশাপাশি বাজিমাত করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাসিরাবাদ গ্রামের সেন্টু। তার দেখাদেখি অনেকেই এখন এই পদ্ধতিতে মরিচ চাষের দিকে ঝুঁকে পড়ছেন।

মালচিং হলো এমন একটি আধুনিক চাষাবাদ পদ্ধতি এই পদ্ধতিতে ফসল চাষাবাদ করলে জনবলসহ উৎপাদন খরচ কম লাগার পাশাপাশি পাওয়া যায় নিরাপদ ফসল। এছাড়া সংরক্ষণ হয় প্রাকৃতিক পরিবেশ। জমিতে রোগবালাই কম হয়। ফলন বেশি ও গাছের জীবন দীর্ঘ হয়। এই পদ্ধতি এলাকায় জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ।

জানা গেছে, শুরুর দিকে উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা নেন সেন্টু । পরবর্তীতে স্বল্প পরিসরে শুরু করেন সবজি সহ বিভিন্ন মশলা জাতীয় ফসলের চাষাবাদ। বর্তমানে তিনি সবজি ও মসলা চাষ করে বছরে আয় করেন লাখ লাখ টাকা।

চলতি বছর মালচিং পদ্ধতিতে ৫০ শতক জমিতে বিজলী প্লাস মরিচ চাষ করেন তিনি । ইতোমধ্যে তিনি সাড়ে তিন লাখ টাকার মরিচ বিক্রি করেছেন।

সেন্টু আরো বলেন, জমিকে উত্তমরূপে তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে মালচিং পেপার বিছিয়ে সেখানে নির্দিষ্ট দূরত্ব পরপর ছিদ্র করে চারা রোপণ করেছি। এ পদ্ধতি আমার কাছে নতুন হলেও ফসল অনেক ভালো হয়েছে। নতুন এ পদ্ধতি আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। এ পদ্ধতিতে চাষ করলে সময় ও খরচ দুটোই কম লাগবে। সহজেই লাভবান হতে পারব।

 

নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন, মৌসুমের আগে বা পরে মরিচ চাষ করতে পারলে এক বিঘা জমি থেকে ৮০ হাজার থেকে লাখ টাকা আয় করা যায়। বর্ষা মৌসুমে অনেক সময় ঢলে পরা রোগে গাছ পঁচে যায়। এসময় মালচিং পেপার পদ্ধতি ব্যবহারে ভালো উপকার মিলে। এতে গাছ মরে যাওয়াসহ অন্যান্য রোগের আক্রমণ কম হয়। আগাছার আক্রমণ কম এবং ভালো ফলন পাওয়া যায়।

বাজারে মরিচের ভালো দাম পাওয়ায় চাষিরা এবার অনেক খুশি। পরিবেশবান্ধব পদ্ধতির সফলতা কৃষিক্ষেত্রে নতুন একটি উদাহরণ সৃষ্টি করেছে। কৃষক সেন্টুর সাফল্য অন্য কৃষকদেরও প্রেরণা দিচ্ছে। এ পদ্ধতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে কাঁচা মরিচ উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন কৃষিবিদরা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ