মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধি
চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফা গত ৩ তারিখে রাতে আঙ্গিনায় রাখা ৪ টি বকনা ও গাভী গরু গুলোকে খড় খাইতে দিয়ে বাদী এশার নামাজ পড়তে যাই। একই তারিখ রাত ৮.৪৫ মিনিটের সময় এশার নামাজ শেষে বাদী বাড়ী ফিরে তিনি দেখেন ৩ টি গরু থাকলেও মেটে সাদা রংয়ের ১টি গাভী গরুটি (মূল্য অনুমান ৬৫ হাজার ) নাই। পরবর্তীতে বাদী নাচোল থানায় গরু চুরি সংক্রান্ত এজাহার দায়ের করেন। পরে উক্ত চুরি হয়ে যাওয়া গরুটি আজ সকাল ১০.৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে নাচোল থানার নাচোল মধ্যবাজারের মোঃ শফিকুল ইসলাম এর বাড়ীর পিছনে মাক্তাপুর গ্রামের মৃত মোঃ আজিমুদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল (৪০) কে চুরি যা্ওয়া গরু সহ গ্রেফতার করা হয়।