প্রতিনিধি 26 July 2025 , 3:28:42 প্রিন্ট সংস্করণ
মোঃ ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চূড়ান্ত পর্ব তথা ফাইনাল খেলা। নাচোল রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি ঘিরে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভীড় জমিয়েছিলেন খেলা উপভোগ করতে।
ফাইনাল খেলায় দুই প্রতিদ্বন্দ্বী দল মাঠে নেমে হাড্ডাহাড্ডি লড়াই করে দর্শকদের মন জয় করে নেয়। খেলার শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল। উভয় দলের খেলোয়াড়রা কৌশল ও পারদর্শিতার চমৎকার প্রদর্শন করেন। শেষ পর্যন্ত একটি দল জয় ছিনিয়ে নেয় (জয়ী দলের নাম ও স্কোর থাকলে উল্লেখযোগ্য)।
ফুটবল খেলার পাশাপাশি টুর্নামেন্টের আয়োজন ছিল রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজন আমাদের যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা যেমন হয়, তেমনি সামাজিক বন্ধনও দৃঢ় হয়।”
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। তিনি বলেন, “আমরা সবসময় চাই, যুবসমাজ খেলাধুলায় জড়িত থাকুক। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী একজন মানুষ। তাঁর স্মৃতিকে ধারণ করেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক মনিরুল ইসলাম, শাজাহান আলী, আতাউর রহমান মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম বাজলু, আব্দুল আউয়াল, টিপু সুলতান, আব্দুর রহিম প্রমুখ। তাঁরা সবাই খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের মধ্যে সার্টিফিকেট ও মেডেল বিতরণ করেন।
এছাড়াও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলেন।