অন্যান্য

নাচোলে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস পালিত

  প্রতিনিধি 13 August 2025 , 12:58:16 প্রিন্ট সংস্করণ

মোঃ ইসমাইল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ও যুব নারী প্রত্যাশীদের মাঝে ১১লক্ষ্য টাকার ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ১২ আগষ্ট বেলা ১১টার দিকে যুব ও যুব নারীর অংশগ্রহণে শোভাযাত্রা শেষে পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ, সহকারী যুব উন্নয়ন অফিসার নুরুল হক। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ স্বাগত বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি বলেন, ১১ জন যুব ও যুব নারী প্রত্যাশীদের প্রত্যেককে ১ লক্ষ্য টাকা করে ঋণের চেক বিতরণ করা হবে।
এ ছাড়াও জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগীয় কোটায় নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর গ্রামের ফাইজুর এগ্রোফার্ম এর মালিক ফাইজুর কবির মৎস্য, গরু খামার, ডেইরি ফার্ম, ফল বাগান করে পুরুস্কৃত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় যুবনীতি অনুসারে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের যুব বলে চিহ্নিত করা হয়েছে।
তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম বিশেষ করে নাচোল উপজেলায় আরও কি ভাবে গতিশীল করা যায় সে নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনা উপস্থাপন করেন। বেকারত্ব, চাকরিতে তদবির বানিজ্য, শিক্ষা জীবনের সেশানজোট , আর বিনোদনের অভাব এখন কার তরুণ সমাজকে ফেসবুক কেন্দ্রিক মোবাইল বৃত্তের মধ্যে আবদ্ধ করে তরুণ সমাজকে আলোর পথে পরিচালিত করাই হোক আন্তর্জাতিক যুব দিবসের মূল মন্ত্র।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ