মোঃ ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের কাতলাকান্দর গ্রামের সাব্বিরের স্ত্রী সাদিয়া খাতুন(২০)নামের এক গর্ভবতী নারীর বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
নাচোল থানার এস আই জিয়াউর রহমান জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে বাড়ির আঙিনায় সাদিয়া কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন।
পরবর্তীতে তাকে নাচোল হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে নাচোল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।