প্রতিনিধি 1 September 2025 , 3:47:18 প্রিন্ট সংস্করণ
মোঃ ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিকেল সাড়ে ৩টায় দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ গেইট থেকে নাচোল বাসস্ট্যান্ড হয়ে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে মিলিত হয়।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম।
অন্যান্য বক্তৃতা দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সাংগঠনিক সম্পাদক নূর কামাল, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোসলিম উদ্দীন এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দীন।
উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল ভোটার ও নেতা-কর্মীরা। অন্যদিকে বিএনপির অন্যান্য গ্রুপ জেলা কমিটির সাথে পৃথকভাবে দিবসটি পালন করে।