মোঃ ইসমাইল ,নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় কসবা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সুলাইমান আলীর সঞ্চালনায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হাট চাতালে বিএনপির কার্যালয় চত্তরে উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোসলেউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সহ সভাপতি তৌফিকুর রহমান, সহ-সভাপতি হাসানুল ইসলাম বেনজির, কসবা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মাহবুব আলম খোকন, নাচোল সদর ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক শফিকুল ইসলাম গোলাপ সহ অন্যান্যরা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গনতন্ত্রের মুক্তির জন্য আপোষহীন নেত্রী। , বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্রের মা। গণতন্ত্র যখন হুমকির মুখে তখন তিনি লড়াই সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি কখনও দেশ বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেননা। দেশকে ভালোবেসে তিনি দেশে অবস্থান করেছেন এবং নেতাকর্মীদের বিভিন্নভাবে সাহস জোগিয়েছেন। দেশকে উন্নত করতে হলে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে রাখতে হবে। তাই বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে এক যোগে কাজ করতে হবে। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও দেশের কল্যাণে দোয়া পরিচালনা করা হয়।