প্রতিনিধি 9 August 2025 , 5:36:25 প্রিন্ট সংস্করণ
মোঃ ইসমাইল নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ)।
স্বাধীনতার ৫০ বছর পার হলেও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর থেকে কুজামোড় গ্রামের সাথে যোগাযোগের ক্ষেত্রে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এখনও কাঁচা। এই কাঁচা সড়কটি পাকা না হওয়ায় স্কুলছাত্র, বৃদ্ধ, রোগীসহ সব বয়সী মানুষকেই কাদা-পানির মধ্যে চলাচল করতে হয়। শুকনো মৌসুমে ধুলাবালি ও বর্ষায় কাদা, সব মিলিয়ে প্রতিনিয়ত ভোগান্তি তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। উভয় গ্রামের জনগনসহ নাচোল থেকে গোমস্তাপুর ও রহনপুর চলাচলে পথচারিরা চরম ভোগান্তির কবলে পড়েছে।
উভয় গ্রামের যোগাযোগের অভাবে অটোরিক্সা, ভ্যান, এমনকি মোটরসাইকেলও চলাচল করতে পারেনা।এই রাস্তা দিয়ে আমাদের হাটে যাওয়া, ছাত্রদের স্কুলে যাওয়াসব কিছুই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও বাস্তবায়নে দেখা যায়নি কার্যকর পদক্ষেপ। এলাকার উন্নয়ন ও মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয়রা দ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন।
নাচোল উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট সড়কটি পাকা করার পরিকল্পনা রয়েছে এবং বাজেট বরাদ্দ পেলে কাজ শুরু হবে।
সবচেয়ে বড় কষ্ট গর্ভবতি মা ও মুমুর্ষ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে। এমনকি গ্রাম্য ডাক্তাররাও এলাইপুর গ্রামের পশ্চিম ও দক্ষিণ পাড়ায় যেতে অনীহা প্রকাশ করে। এমন বেহাল দশা থেকে গ্রামবাসী ও পথচারীরা পরিত্রানের জোর দাবি জানিয়েছে।স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত জরুরি ভিত্তিতে সড়কটি পাকা করে দুর্ভোগ লাঘব করা।