প্রতিনিধি 17 June 2025 , 4:05:52 প্রিন্ট সংস্করণ
মোঃ ইসমাইল হোসেন।
নাচোল উপজেলার পৌরসভার পুকুর পাড়ার মোঃ ওবায়দুর রহমান (দ্বারা), পিতা মৃত আলকেস মেম্বারের
গোয়াল ঘরে কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছু।
জানা যায় ২ টি গরু, ৩ টি ছাগল, ১২ টি, হাঁস ১৫ টি, ছাগল ৩ টি,গম ২৪ মন,ধান ৬ মন পুরে গেছে। রাত আনুমানিক ২ টার দিকে। বাড়ি ওয়ালা ২:৩০ মিনিটের দিকে জানতে পেরে চিৎকার শুরু করে ।
স্থানীয় মানুষেরা জানতে পেরে পানি দিয়ে আগুন নেভাতে সহোযোগিতা করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সব মিলিয়ে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষ টাকার মত।