নাচোল প্রতিনিধিঃ মোঃ ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী ঐতিহাসিক গরুর হাট, হাটের বার সাপ্তাহিক বুধবারের দিন সকাল থেকে গরু,মহিষ ও ছাগলের হাট, এখানে রাস্তার ওপরে বিভিন্ন অটো, দোলনা অটো,রিক্স, ভ্যান, ভুটভুটি,পিকআপ,ট্রাক ইত্যাদি রাস্তায় রাখা হয়,নেই কোন গাড়ি পার্কিং ব্যবস্থা,সমস্যাটি দীর্ঘদিনের, নেই কারো উদ্যোগ, এলাকাবাসীর সূত্রে জানতে পারলাম, এখানে এত তীব্র যানজট হয়, যার ফলে কোন মানুষ অসুস্থ হলে,কিংবা ডেলিভারি রোগীর জন্য চরম ভোগান্তি পোহাতে হবে। একগুচ্ছ মহল চাঁদাও তুলে, কি বিষয়ে চাঁদা নেই এর জবাব কেউ দিতে পারেনি। তবে খুব শীঘ্রই এর সমাধানের জন্য এলাকাবাসী নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও হাট ইজারাদারের কাছে আকুল আবেদন জানিয়েছে। এটা সমাধান হলে এলাকাবাসির জন্য ভালো একটা সুফল বয়ে আসবে।