প্রতিনিধি 26 July 2025 , 2:52:51 প্রিন্ট সংস্করণ
মোঃ মতিউর রহমান কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম শহরের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নাজিরা প্রাথমিক বিদ্যালয়ে এক সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার। তিনি বলেন, “জনগণের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচন করছি। সবার সহযোগিতা ও দোয়া চাই।”
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের সহযোগী সমাবেশ শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।