অন্যান্য

নাটোরের গুরুদাসপুরে ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধা খুন,আটক-৩

  প্রতিনিধি 17 September 2024 , 2:07:49 প্রিন্ট সংস্করণ

নাটোর প্রতিনিধি

 

নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে হারেজ(৮০)এর বাড়িতে ডাকতি চালিয়ে হামলা করে হারেজকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদলের দুর্বৃত্তরা।ডাকাতদের হামলায় হারেজ এর স্ত্রী ওলেদা বেগমও গুরুতর আহত হয়েছেন।তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাk হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে হারেজ এর বাড়িতে দুর্বৃত্তরা এসে ডাকাতি তান্ডব চালায় এ সময় টের পেয়ে হারেজ ও তার স্ত্রী চিৎকার করে এবং ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করে।এক পর্যায়ে ডাকতরা হারেজ আলী শরীরলে ধারলো ছুরি দিয়ে জখম করে এবং হাত ও পায়ের রগ কেটে দিলে সঙ্গে সঙ্গে হারেজ মৃত্যুবরণ করে।তার স্ত্রীকেও গুরুতর আঘাত করে।এক পযার্য়ে চিৎকারের কারণে ডাকাতরা পালিয়ে যায়।সঙ্গে সঙ্গে এলাকাবাসি হারেজের স্ত্রী কে হসপিটালে নিয়ে যায়।জ্ঞান ফিরার পর হসপিটাল থেকে ফোনে তার ছেলেকে জানান মাসুদকে ধরলে সব তথ্য পাওয়া যাবে কে কে জড়িত আছে।তখন এলাকাবাসী মাসুদ কে ধরে নিয়ে আসে এবং মাসুদ স্বীকারোক্তিতে আরও ৩ জন এর কথা বললে ঐ ৩ জনকে আটকের চেষ্টা করে স্থানীয় এলাকাবাসী।পরে ৩ জনের ২ জনকে আটক করেন এলাকাবাসী একজন পলাতক,মাসুদ সহ আটক তিনজন।পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ঐ ৩ জনকে থানায় নিয়ে যায়।আটককৃতরা হলেন,নিহতের পাশ্ববর্তী আদর্শ গ্রামের মোজাম আলীর ছেলে মনিরুল (২০),ইউসুফের ছেলে মাসুদ রানা(৩০),ও মোমিনের ছেলে সুমন(৩০)।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)উজ্জল হোসেন সংবাদ কর্মীদের জানান,এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ