গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবীতে সমাবেশ।
গতকাল ২৪ শে ফেব্রুয়ারি রোজ সোমবার বিকেল ৩ ঘটিকায় নাটোর মাদ্রাসা মোড় নাটোর জেলা বিএনপির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশ বিএনপি এড. আহমেদ আযম খান।
উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, এড. আলহাজ্ব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপি নেতা, সাবেক এমপি ও মন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ (নাটোর ৪ আসন, গুরুদাসপুর-বড়াইগ্রাম এর এমপি পদ-প্রার্থী), মোছাঃ ছাবিনা ইয়াসমিন ছবি, বিএনপি নেত্রী, মোঃ বাবুল চৌধুরি, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি, ফারজানা শারমিন পুতুল, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি,
অধ্যাপক আলহাজ্ব কাজী গোলাম মোরশেদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি,
আরো বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সম্মানিত যুগ্ম আহ্বানবৃন্দ ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদ রহিম নেওয়াজ, আহ্বায়ক নাটোর জেলা বিএনপি।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব, নাটোর জেলা বিএনপি।
নাটোর জেলা বিএনপির উদ্যোগে মহা সমাবেশে গুরুদাসপুর ও বড়াইগ্রামের আগামীদিনের ধানের শীষের কান্ডারী, সাবেক গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়াম্যান ও নব্য নাটোর জেলা বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, সাবেক সাধারন সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, সাবেক সাধারন সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি ধারাবারিষা বিএনপি, শাহীন কাওছার, সাবেক সাধারন সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, ফজলুল হক, প্রচার সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষক দল, মিলন মাহমুদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি প্রমুখ সহ গুরুদাসপুর উপজেলার ৬ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা এবং বড়াইগ্রামের ৯ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ হাজারের অধিক নেতা-কর্মীরা উক্ত মহা সমাবেশে উপস্থিত ছিলেন।