অন্যান্য

নানা আয়োজনে নকলা উপজেলা বিএনপির আন্তর্যাতিক মাতৃভাষা দিবস পালন

  প্রতিনিধি 21 February 2025 , 7:57:08 প্রিন্ট সংস্করণ

 

মুস্তাক আহম্মেদ নকলা উপজেলা প্রতিনিধি: শেপুরের নকলা উপজেলা বিএনপির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্যাতিক মাতৃভাষা দিবস পালন।

২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বিকৃত, যা বিশ্বের বিভিন্ন দেশে ভাষা ও সংস্কৃতি বৈচিত্র সংরক্ষনের প্রতিক হিসেবে পালিত হয়, আজকের এইদিনে ১৯৫২ সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাধারন মানুষ আন্দোলন করেন। পুলিশের গুলিতে শহীদ হন, সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার সহ অনেক ছাত্র জনতা শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্টভাষা হিসেবে স্বিকৃতি পায়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বিকৃতি দেন। ২০০০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষার গুরুত্ব বোঝাতে এই দিনটিকে পালন করা হয়।

 

তারই ধারাবাহিকতায় নকলা সরকারি হাজি জাল মাহমুদ কলেজের কেন্দ্রিয় শহীদ মিনারে (২১ ফ্রেব্রুয়ারি শুক্রবার) সকাল ৭ টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,নকলা উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব খোরশেদুর রহমান সাহেব,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক তালুকদার চানঁ মিয়া সাহেব, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাদশা,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, বিএনপি নেতা টুটন চৌধুরী, পৌর বিএনপির সি- যুগ্ম আহ্বায়ক জহির রায়হান মুক্তি, সাবেক ছাত্রনেতা এনামুল হক রিপন।

 

উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদনের পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন, নকলা উপজেলা যুবদল। নকলা উপজেলা ছাত্রদল,শহর ছাত্রদল,কলেজ ছাত্রদল। নকলা উপজেলা স্বেচ্ছাসেবকদল, নকলা উপজেলা কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন সেইসাথে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত হয়।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ