অন্যান্য

নানা আয়োজনে সম্পন্ন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

  প্রতিনিধি 21 August 2025 , 3:06:33 প্রিন্ট সংস্করণ

শাহরিয়ার ফেরদৌস , ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান- বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দলের থানা ও পৌর শাখার নেতাকর্মীরা।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা বুধবার (২০ আগস্ট) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
হাসপাতালের প্রবেশপথ, ওয়ার্ড ও আশেপাশের এলাকা থেকে আবর্জনা অপসারণ ও জীবাণুমুক্তকরণের কাজ করেন তারা। এই কর্মসূচির মাধ্যমে রোগীদের জন্য সংক্রমণমুক্ত পরিবেশ নিশ্চিত করা, এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রেখে চিকিৎসার মান উন্নত করা সম্ভব হবে বলে তারা মনে করেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে তারা বৃক্ষরোপণেও অংশ নেন। হাসপাতালের আশেপাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা শুধু পরিবেশের গুণগত মান বৃদ্ধিতেই নয়, বরং দীর্ঘমেয়াদে স্থানীয় রোগীদের মানসিক প্রশান্তিতেও অবদান রাখবে।
নাজমুল হাসান অভি বলেন, “হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে রোগীরা সংক্রমণমুক্ত পরিবেশে চিকিৎসা নিতে পারবেন, আর রাস্তা ভালো থাকলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
দুপুরের দিকে ধামরাই স্বেচ্ছাসেবক দল সদর ইউনিয়নের শরিফবাগ এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু করে। প্রায় দুই কিলোমিটার রাস্তা মেরামত করে স্থানীয় মানুষের চলাচলের সুবিধা বৃদ্ধি করা হয়। এই এলাকায় সড়কের খানাখন্দ ভরাট, মাটি সমতলকরণ এবং জরুরি সংস্কার কাজ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, “রাস্তা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত ছিল। এখন তা মেরামত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। আমরা স্বেচ্ছাসেবক দলের এ ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করি।”
নাজমুল হাসান অভি বলেন, “আমরা চাই জনগণকে সচেতন করে তোলা, তাদের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আমাদের কর্মকাণ্ড এই বার্ষিকীতে সীমাবদ্ধ নয়; এটি আমাদের প্রতিদিনের অনুশীলনের অংশ। আগামী দিনে আমরা আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণ করব।”
স্থানীয় জনগণ ও হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ, আবাসিক অফিসার ডা. আহমেদুল হক তিতাস, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ইঞ্জিঃ শাহীন আহমেদ শাওন, জেলা সদস্য  সাইদুর রহমান জনি, সোহেল মাদবর ও সম্রাট বাবর প্রমুখ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ