নিজাম উদ্দীন:-
"মানবতার টানে ভয় নেই রক্তদানে '" তুচ্ছ নয় রক্তদান,
বাচাতে পারে একটি প্রাণ। এই স্লোগান কে সামনে রেখে হৃদয়ে নান্দাইল (একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন) কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে পঞ্চম বারের মতো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পুর্ব দরিল্লা বাজার সংলগ্ন দারুত তাক্বওয়া ফাউন্ডেশনের আয়োজনে ইসলামী সম্মেলনের মাঠ প্রাঙ্গনে ২৬ ( জানুয়ারী) ২৫ ইং রোজ রবিবার বিকাল ৫ টা থেকে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ।
হৃদয়ে নান্দাইল এর এডমিন আবু ইউসুফ সোহাগ এর পরিচালনায় টেকনিশিয়ান হিসেবে কাজ করেন এডমিন মুজাহিদুল ইসলাম ইয়ামিন। এতে দেখা যায় মাহফিলে আশা লোকজন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে নিচ্ছে। এলাকার যুবকদের মাঝে মানবতার কল্যাণ এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
উক্ত আয়োজনে আরো দারুত তাক্বওয়া ফাউন্ডেশন এর সদস্য মাহাদী হাসান জাবালী, হৃদয়ে নান্দাইল এর এডমিন সজল শেখ রাজু,সদস্য কামরুজ্জামান রানা, সদস্য তামিম হাসান তুষার, সদস্য মেহেদী হাসান মিম্মান
সহ প্রমুখ।