অন্যান্য

নাফ নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি 23 March 2025 , 1:03:53 প্রিন্ট সংস্করণ

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় সাগরে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) টেকনাফ সাবারাং সৈকত থেকমরদেহটি উদ্ধার করা হয়।

 

এদিকে মোহাম্মদ বেলাল এই সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি

 

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, নিখোঁজ হওয়া আমাদের বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ফাঁড়িতে আনা হচ্ছে।

 

এর আগে, শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায়

এতে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় নিখোঁজ হন বিজিবি সদস্য বেলাল।

 

পরবর্তীতে, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় চার রোহিঙ্গার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এদের মধ্যে এক শিশু ও তিনজন নারী রয়েছে। স্থানীয় লোকদের সহায়তায় মরদেহ উদ্ধার করে বিজিবি।

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ