নিজস্ব প্রতিবেদকঃ
শীতের সকালে জ্বলছে আগুন। চুরি করে আনা হাঁস পোড়াচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের। এ নিয়ে কথা-কাটাকাটি হলে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন যুবক। একই সঙ্গে মারতে তেড়ে আসে।
দলবদ্ধ হয়ে ওই যুবককে আটক করা হয়। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এরই মধ্যে দেখা যায় পুড়ছে মানবদেহ। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক হত্যার কাহিনি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড যেন সব পৈশাচিকতাকে হার মানিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুলিশ সেখানকার একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৬ বছর বয়সী নারীর পোড়া মরদেহ (কয়লা) উদ্ধার করে। ওই নারীর দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা উদ্ধার করা হয় পাশের একটি পুকুরের পাশ থেকে।
হত্যাকাণ্ডের শিকার ওই নারী উপজেলার হীরাপুর গ্রামের কলোনি এলাকার মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী শারমীন বেগম ওরফে হরলুজা বেগম (৪৬)। মঙ্গলবার ভোরে ওই নারীকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান ঘাতক ফারহান ভূঁইয়া (২৭) । বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারহান ভূঁইয়া রনি নামের ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছিল আখাউড়া থানার পুলিশ।
ফারহান উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়া শানুর ছেলে।