নিজস্ব প্রতিবেদক
ঢাকা | মঙ্গলবার, ২০ মে ২০২৫
বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর ডেমরার আমতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "নোবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। তাকে আজ দুপুরেই আদালতে পাঠানো হবে।"
সারেগামাপা’র মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দুই বাংলার শ্রোতাদের মন জয় করেছিলেন মাইনুল আহসান নোবেল। অল্প সময়েই তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের আইকন। তবে খ্যাতির চূড়ায় উঠেও তা ধরে রাখতে পারেননি এই সংগীতশিল্পী।
গত কয়েক বছর ধরে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন নোবেল। কখনো সহশিল্পীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, কখনো মাদক সেবনের অভিযোগ কিংবা ব্যক্তিগত জীবনের নানা জটিলতা—সবমিলিয়ে ধীরে ধীরে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হন তিনি।
নোবেলকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে। তখনও এক নারীর সঙ্গে সম্পর্ক ও মাদকের জেরে আলোচনায় আসেন। এরপর থেকেই আড়ালে চলে যান তিনি।
ডেমরা থানার সূত্র জানিয়েছে, নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর নোবেলকে আদালতে হাজির করা হবে এবং মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।