অন্যান্য

নালিতাবাড়ীতে টোলের নামে চাঁদা আদায় বন্ধের ঘোষণা 

  প্রতিনিধি 24 November 2024 , 5:29:58 প্রিন্ট সংস্করণ

 

জায়েদ মাহমুদ রিজন

 

শেরপুরের নালিতাবাড়ীতে সকল ধরনের রিক্সা,অটো,বাস,ট্রাক,কাভার্ড ভ্যান,পিকআপ অনান্য হতে টোল/চাঁদা আদায় বন্ধের ঘোষণা করা হয়েছে।

 

আজ পৌরসভার কর্মসম্পাদন কমিটির সভায় সকল ধরনের টোল/চাঁদা আদায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

নালিতাবাড়ী পৌরসভার প্রশাসক ও ইউএনও জনাব মাসুদ রানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান,আজ নালিতাবাড়ী পৌরসভার গরুহাটি এলাকার রাস্তার উপর বাঁশ বেধেঁ ট্রাক হতে চাঁদা আদায়ের জন্য তৈরি করা বাঁশের খুঁটিসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ