ফয়জুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে বিশেষ ক্ষমতা আইনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলবুলকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ফুলপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ফুলপুর সরকারি কলেজ রোডের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। বুলবুল উপজেলার কাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুলবুল জুলাই আগস্টের নাশকতাসহ সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুলবুলকে আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।