অন্যান্য

নাসিরনগরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  প্রতিনিধি 6 October 2024 , 6:44:38 প্রিন্ট সংস্করণ

মো: ইয়াছিন চৌধুরী, নাসিরনগর ব্রাক্ষণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪০ পিস ইয়াবাসহ তিন ইয়াবা কারবারিকে আটক করেছে চাতলপাড় ফাঁড়ি পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার চাতলপাড় ইউনিয়নের গণকল্যাল কেন্দ্র থেকে ইয়াবা বিক্রি করার সময় নগদ টাকা ও ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করে চাতলপাড় ফাঁড়ি পুলিশ।
আটক তিন ইয়াবা কারবারি হলো- চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের পরশ মিয়া, কাইয়ুম উদ্দিন ও কামাল মিয়া।

চাতলপাড় ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ বছর ধরে এই তিনজন নাসিরনগর উপজেলায় ইয়াবা ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসা করায় তাদের নামে চাতলপাড় ফাঁড়ি ও নাসিরনগর থানা তাদের নামে একাধিক মামলা আছে। এমনকি তারা একাধিকবার জেলহাযতে গিয়েছে।

এ বিষয়ে চাতলপাড় ফাঁড়ি পুলিশের ইনচার্জ রঞ্জন কুমার বলেন, দীর্ঘ দিন ধরে এই তিনজন নাসিরনগরে ইয়াবা ব্যাবসা ও সেবন করে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ