ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪০ পিস ইয়াবাসহ তিন ইয়াবা কারবারিকে আটক করেছে চাতলপাড় ফাঁড়ি পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার চাতলপাড় ইউনিয়নের গণকল্যাল কেন্দ্র থেকে ইয়াবা বিক্রি করার সময় নগদ টাকা ও ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করে চাতলপাড় ফাঁড়ি পুলিশ।
আটক তিন ইয়াবা কারবারি হলো- চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের পরশ মিয়া, কাইয়ুম উদ্দিন ও কামাল মিয়া।
চাতলপাড় ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ বছর ধরে এই তিনজন নাসিরনগর উপজেলায় ইয়াবা ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসা করায় তাদের নামে চাতলপাড় ফাঁড়ি ও নাসিরনগর থানা তাদের নামে একাধিক মামলা আছে। এমনকি তারা একাধিকবার জেলহাযতে গিয়েছে।
এ বিষয়ে চাতলপাড় ফাঁড়ি পুলিশের ইনচার্জ রঞ্জন কুমার বলেন, দীর্ঘ দিন ধরে এই তিনজন নাসিরনগরে ইয়াবা ব্যাবসা ও সেবন করে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।