অন্যান্য

নাসিরনগরে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

  প্রতিনিধি 28 May 2025 , 10:14:50 প্রিন্ট সংস্করণ

মোঃ কাউসার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা ”এই স্লোগানে রচনা ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুল মোতালিব। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমশিনার ভূমি কাজী রবিউস সারোয়ার,উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমনার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্রার্চায্য ও একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন। অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় দুই গ্রুপে ৬ জন বিজয়ী ও বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিজয়ী দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,উপজেলার ১০ টি বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় ও চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ দল ও ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহন করে। চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল সচেতনতা বৃদ্ধি করা ব্যতিত দুর্নীতি কোনক্রমেই নির্মূল করা সম্ভব নয়। এতে ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় দল বিপক্ষে অংশগ্রহন করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মৌমিতা আলম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে প্রচারণা এবং চেতনা জাগানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪‘টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেন, ভবিষ্যৎ প্রজম্ম যেন দুর্নীতির কালো ছায়ার কড়াল গ্রাসে না পড়ে, সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। আর দুর্নীতির বিরুদ্ধে সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ