প্রতিনিধি 22 November 2024 , 3:06:27 প্রিন্ট সংস্করণ
‘‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে নাসিরনগরের পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
আজ ২২’ই নভেম্বর সকাল ১০ টার দিকে উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর হাফিজিয়া মাদ্রাসায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসব গাছের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ওয়ারিশ মিয়া, সেক্রেটারি নিয়াজ মোহাম্মদ শাহজাহান, ক্যাশিয়ার হাজী মোহাম্মদ আবু মিয়া, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রায়হানুল ইসলাম, অত্র সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবী বদরুল আলম সালমান, ফাইজুল ইসলাম, সক্রিয় সদস্যদের মধ্যে তন্ময় আহমেদ, শাওন মাহমুদ, হাফেজ শিব্বির আহমেদ সহ অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ।
সেক্রেটারি নিয়াজ মোহাম্মদ শাহজাহান বলেন, সবাই বেশিরভাগ স্কুল কলেজে এসব সামাজিক অনুষ্ঠান করে থাকে। আমাদের মাদ্রাসায় ফলজ গাছের চারা রোপণ করা খুবই প্রয়োজন ছিল। সংগঠন থেকে রোপণ করায় আমরা তাদের ধন্যবাদ জানাই।
সিনিয়র স্বেচ্ছাসেবী বদরুল আলম সালমান বলেন, পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, বৃক্ষরোপণ সহ সকল সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।