দেলোয়ার হোসাইন মাহদী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।উপজেলার নুরপুর এলাকার পুকুরপাড়, পশ্চিমপাড়া ও সড়কবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বা একাধিক পাগলা কুকুর হঠাৎ করে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে শুরু করে। এতে আশপাশের গরু-ছাগলও আক্রান্ত হয়।
আহতদের মধ্যে রয়েছেন—রাফি মিয়া (৫), মো. খায়রুল ইসলাম (৪০), হাফিজ মিয়া (৩৯), শেখ রাকমিনা (৩), পরিয়া বেগম (৫) ও মোছা: জীদ্দি বেগম (৭)। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আরও দুই পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী মো. শাহেদ মিয়া বলেন, "এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব কুকুর খাবারের অভাবে হিংস্র হয়ে উঠছে।"
গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহীন বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
বিএনপির উপজেলা সভাপতি এম এ হান্নান জানান, "এলাকার কুকুরগুলো হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে উঠেছে। শিশুরা এখন আর বাইরে খেলতে যেতে পারছে না। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।"
এদিকে, স্থানীয়দের অভিযোগ—উপজেলায় বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে নিয়মিত কোনো কার্যক্রম নেই। ফলে প্রাণহানি ঘটার আশঙ্কাও থেকে যাচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং জনসুরক্ষা নিশ্চিত করতে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।