অন্যান্য

নাসিরনগরে প্রতিবেশীর বসত ঘরে হামলা থানায় অভিযোগের ৪দিন পরও কোন উদ্যোগ নেই পুলিশের

  প্রতিনিধি 12 April 2025 , 7:30:48 প্রিন্ট সংস্করণ

ইয়াছিন চৌধুরী

নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামের ব্যাক্তি মালিকানাধীন জায়গা দিয়ে চলাচল নিয়ে সৃষ্ট বিবাদে প্রতিবেশী কতৃক নিজ বসত ঘরেই বারবার আক্রমনের শিকার হওয়ার অভিযোগ করেছেন আবুল হোসেনের নামের এক ব্যাক্তি । থানায় লিখিত অভিযোগ করেও পাননি কোন সাহায্য । অভিযোগ গ্রহনের ৪দিনেও কোন খোজ নেয়নি পুলিশ । এরই মধ্যে আরও ২দফা নিজ ঘরেই আক্রমনের শিকার হয়েছেন ভোক্তভোগী ।

বেশ কিছুদিন ধরেই আবুল হোসেনের মালিকানাধীন একটি জায়গা দিয়ে চলাচল সংক্রান্ত বিষযে প্রতিবেশী তৌহিদ মিয়ার পরিবারের সাথে বিবাদ চলে আসছিল আবুল হোসেনের।তৌহিদ মিয়ার ছেলে আলামিন, হোসেন মিয়া, হাসান মিয়া, রকিব মিয়া প্রায়ই হুমকি দিত আবুল হোসেনকে । বিষয়টি নিস্পত্তির জন্য গত ৪ এপ্রিল আবুল হেসেনের বাড়িতে এলাকার সাহেব সর্দারগন সালিশে বসেন উভয় পক্ষকে নিয়ে । সালিশ চলাকালীন সময়েই কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদ মিয়ার ছেলেরা(আলামিন, হোসেন মিয়া, হাসান মিয়া, রকিব মিয়া) আক্রমণ করে আবুল হোসেন ও তার পরিবারের উপর, কিল-ঘুষি মারিয়া শরীর বিভিন্ন স্থানে জখম করে আবুল হেসেনের।গত ০৬ এপ্রিল ( শুক্রবার) বিকাল ৩.৩০ সময়ে আবুল হোসেন বাদী হয়ে নাসিরনগর থানায় একটি অভিযোগ দাখিল করে করেন। কিন্তু ১০ এপ্রিল পযন্ত থানা পুলিশের কাছ থেকে কোন সহায়তা পাননি আবুল হোসেনের পরিবার।

এ বিষয়ে জানার জন্য সাংবাদিকগন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম এর সাথে কয়েক দফা যোগাযোগ করলেও তিনি কারও ফোন রিসিভ করেননি। ঘটনাস্থলের পাশ্ববর্তী চাতলপাড় ফাঁড়ির অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি নাসিরনগর থানা থেকে এখনো কোন অভিযোগ পাই নি, অভিযোগটি আমার হাতে আসলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।

অভিযোগকারী আবুল হাসান ” বলেন, বিবাদীগণ আমাকে মারপিট করা এবং আমার বিবাহযোগ্য বোনদের ক্ষতি করার হুমকি দিচ্ছে। যার জন্য আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি।

ঘটনার বিষয়ে সালিশকারক মো:বুলবুল মিয়া জানান, … সালিশের মধ্যে এরা ঘটনা খারাপই করছে, আমাদের সামনেই গিয়ে আবুল হোসেনকে কিল ঘুষি মেরেছে….. এরা উশৃংখল মানুষ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ