মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্পত্তি দখলের জন্য বৃদ্ধ পিতা ধনু মিয়া-(৭৮) কে কুপিয়ে জখম করার ঘটনায় তার ছেলে মাসুক মিয়া-(৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত ২৬ জুলাই দুপুরে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে সম্পত্তির জন্য পিতা ধনু মিয়াকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়, এবং তার হাত-পা ভেঙ্গে দেয় ছেলে মাসুক মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়।
আহত ধনু মিয়া অভিযোগ করে বলেন, তার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে এবং ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে এবং ৩ মেয়ে আছে। দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি লিখে দেয়া হয়। তিনি ছোট স্ত্রীর সাথে থাকতেন। ঘটনার দিন তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান মাসুকসহ অন্যান্যরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। মূলত আরো জমি লিখে দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটানো হয়।
র্যাব-৯- এর সিলেট অফিসের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,, ধনু মিয়াকে মারধরের ঘটনায় ৩০ জুলাই নাসিরনগর থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। এরই প্রেক্ষিতে সোমবার রাত সোয়া ৭ টার দিকে অভিযান চালিয়ে মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়।