অন্যান্য

নাসিরনগরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

  প্রতিনিধি 2 June 2025 , 1:27:12 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “হ্যালো সাইফুল ”
নামে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১ লা জুন) রাতে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড়ের তুলসি মার্কেটে এই চুরির ঘটনা ঘটে।
হ্যালো সাইফুল এর স্বত্বাধিকারী সাইফুল বলেন,সোমবার (৩ জুন ) সকালে দোকানে গিয়ে দেখি দোকানের শোকেসে খোলা রয়েছে। খালি খালি লাগছে। শাটার তুলে ভেতরে গিয়ে দেখি অসংখ্য মোবাইল ফোন চুরি হয়ে গেছে। দোকানে অন্তত থেকে ৬-৭ লাখ টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন রাখা ছিল। এ ব্যাপারে নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে। দ্রুতই চোর শনাক্ত করে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ