প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১২:৩২ পি.এম
নাসিরনগরে ৭ জুয়াড়ি গ্রেফতার

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নগদ ১০ হাজার ৩১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হরিপুর গ্রামের সরকার পাড়ার মোঃ নাসির মিয়া-(৪৫), একই এলাকার মোঃ জাহার মিয়া-(৫২), সাদ্দাম হোসেন-(৩০), মোঃ ইউনুস মিয়া-(৫৪), মোঃ সেতু মিয়া-(৪৫), ফুল মিয়া-(৪৫) ও মোঃ সোহেল মিয়া-(৪৫)।
এ ব্যাপারে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে হরিপুর সরকার পাড়ার নাসির মিয়ার বাড়ির উঠানে বসে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১০ হাজার ৩১০ টাকা, খেলার তাসসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.