ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার। শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাসিরনগর সদরের শহীদ মিনার প্রাঙ্গণে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরক ঘটনার মামলায় এজহারভুক্ত (৯ নং) আসামি নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু অসীম কুমার পাল (৭০) কে সোমবার মধ্যরাতে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছে।
সোমবার ২৮ (অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ ও নাসিরনগর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ফান্দাউক গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেছে। তিনি ফান্দাউক গ্রামের স্বর্গীয় প্রমোদ রঞ্জন পালের ছেলে। ২০২২ সালের নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জানা যায় বিস্ফোরক মামলায় তালিকাভুক্ত ৯ নং আসামি হওয়ার পরেও আত্মগোপনে না গিয়ে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ জনাব মো. আবদুল কাদের এই বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির নামে ভাঙচুর অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের অসিম পালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।