মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামে ৩রা আগষ্ট রোজ বুধবার ভোররাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্বরা।
ওই ব্যবসায়ীর নাম হাজী মোঃ আলম মিয়া।
তিনি ফান্দাউক মুন্সিপাড়ার মৃত মোঃ ওয়ালী মিয়ার ছেলে। আলম মিয়া ফান্দাউক বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী। জানা গেছে রাতে ঘরের বেড়ার টিন কেটে ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজহারুল হক বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চুরি সংক্রান্ত ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। কিন্তু অন্য একটি পক্ষের ধারনা পারিবারিক কলহের জেরে পরিকল্পিত হত্যা কান্ড হতে পারে।
নাসির নগর থানা পুলিশ জানিয়েছেন তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে।