প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৮:১০ এ.এম
নাসির নগরে ঈদে মিলাদুন্নবী পালনের অনুমতি চেয়ে একই সংগঠনের দুটি আবেদন।

মোঃ সাইফুল ইসলাম
এই প্রথম নাসিরনগর উপজেলায় নাসিরনগর আহলে সুন্নাতুল জামায়েতের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি আবেদন পড়েছে।
একটি আবেদন হল নাসিরনগর আহলে সুন্নাতুয়াল জামায়েতের সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ আল কাদরী, ও সংগটনের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ আল- কাদরি আহবায়ক হিসেবে আর একটি আবেদন করেছেন। নাসিরনগর উপজেলার ইতিহাসে এই প্রথম একই সংগঠনেের দুটি আবেদন জয়া দিয়েছে। ঈদে মিলাদুন্নবী পালনের একই সংগঠননের দুটি আবেদন সত্যিই রহস্যজনক।
সংগঠনের কয়েকজন সদস্য জানান, নাসিরনগর উপজেলায় আহলে সুন্নাতুয়াল জামায়েতের ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য দুটি আবেদন করা হয়েছে, যাতে করে নাসিরনগরে মিলাদুন্নবী পালন না করা হয়, এটা সত্যিই দুঃখজনক।
এ-ই নিয়ে সংগঠনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.