অন্যান্য

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত, 

  প্রতিনিধি 2 September 2025 , 4:44:53 প্রিন্ট সংস্করণ

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসির নগরে অনুষ্ঠিত হলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা।
কয়েক হাজার নেতাকর্মীর পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো নাসির নগর সদর। শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় রাজনৈতিক মহলে ছড়িয়েছে ইতিবাচক বার্তা।
আজ মঙ্গলবার দুপুর ১২টা দিকে নাসির নগর পিটিএ সুপার মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়।
ব্যানার, ফেস্টুন, ঢাক-ঢোল আর স্লোগানে মুখর মিছিলটি নাসির নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসির নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পুরো আয়োজনের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সহ সভাপতি  এডভোকেট কামরুজ্জামান মামুন ও নাসির নগর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন তুহিন ।
তাদের নেতৃত্বে নাসির নগর জুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য, যা বিএনপির প্রতি স্থানীয় নেতাকর্মীদের আস্থার প্রতিফলন।
“বিএনপির জন্মদিন – মামুন ভাইয়ের সালাম নিন।
বিএনপির জন্মদিনে, মামুন ভাইয়ের শুভেচ্ছা।
শোভাযাত্রার প্রতিটি অংশে ছিল দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি। কেউ হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার, কেউ বা  স্লোগানে সজ্জিত ব্যাজ ক্যাপ পরে অংশ নেন। শোভাযাত্রা চলাকালে নেতাকর্মীরা উচ্চারণ করতে থাকে
“শুভ শুভ শুভদিন, বিএনপির জন্মদিন – মামুন ভাইয়ের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।”
এই উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করে একটি উৎসবের রূপ, যেন বিএনপির এই জন্মদিন কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়—এটি এক চেতনার বহিঃপ্রকাশ।
উপস্থিত নেতাকর্মীদের মিলনমেলা
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তারা সবাই মিলে নাসির নগর জুড়ে দলীয় সংহতির এক বিরল চিত্র তুলে ধরেন।
নাসির নগর উপজেলা বিএনপির সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি এডঃ কামরুজ্জামান মামুন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার, উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি তারিখ নয়—এটি একটি সংগ্রামী ইতিহাসের স্মারক, যেখানে দলীয় আদর্শ, গণতন্ত্রের চেতনা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জড়িয়ে আছে।
“বিএনপির এই জন্মদিন আমাদের রাজনীতিতে নতুন করে প্রেরণা যোগায়। দল-মত নির্বিশেষে জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আমরা সবসময় রাজপথে ছিলাম, আছি এবং থাকব।”
প্রধান অতিথি তার বক্তৃতায় শান্তিপূর্ণ শোভাযাত্রা ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শান্তিপূর্ণ আয়োজনের প্রশংসা সর্বত্র
স্থানীয় প্রশাসন, সাংবাদিক, সাধারণ মানুষ ও রাজনীতিসংশ্লিষ্টদের পক্ষ থেকে আয়োজকদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করায় ব্যাপক প্রশংসা করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অনেকেই বলছেন, আজকের এই আয়োজন নাসির নগর বিএনপির সাংগঠনিক শক্তি ও গণভিত্তির প্রতিফলন ঘটিয়েছে।
নেতাকর্মীদের প্রতিক্রিয়া: ‘চেতনার দিন’
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকেই বলেন, এই দিনটি শুধুই একটি বার্ষিকী নয়—এটি আমাদের রাজনৈতিক চেতনা ও আদর্শের দিন। কেউ কেউ বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করে চলেছে, এই প্রতিষ্ঠাবার্ষিকী তার নতুন করে শপথ নেওয়ার সুযোগ।
নাসির নগর উপজেলা বিএনপি এবারের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে যে পরিপূর্ণতা ও ঐক্যের বার্তা দিয়েছে, তা শুধু দলের অভ্যন্তরেই নয়—উপজেলার সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত আয়োজন ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে নাসির নগর  বিএনপির শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ