অন্যান্য

নাসির নগর ফান্দাউকের আলোচিত ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য অবশেষে উন্মোচিত, ছেলে গ্রেফতার।

  প্রতিনিধি 11 September 2025 , 1:44:06 প্রিন্ট সংস্করণ

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলায়, নাসিরনগর উপজেলায় ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলম মিয়া হত্যার রহস্য অবশেষে উন্মোচিত।
পুএের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফান্দাউক এলাকায় পুলিশ  ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম হাজী আলমের একমাত্র ছেলে  ফাহাদ আহমেদ মাহমুদুল কে দোকান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
মাহমুদুল তার পিতার হত্যার দায় স্বীকার করে, তার দেওয়া তথ্য মতে আজকে সকালে ফান্দাউকে তার বাড়ির পাশের মিলাদ মিয়ার পুকুর থেকে হত্যায় আনুমানিক ৩ ফুট লম্বা একটি এস এস এর পাইব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন। উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকের নিজ ঘরেই খুন হন ব্যবসায়ী আলম।
ফান্দাউক এলাকার স্থানীয় বাসিন্দা জাহের উদ্দিন বলেন, ঘটনার পর থেকে এলাকাবাসী  আতংকে ছিল। অবশেষে খুলের ঘটনা উদঘাটন হওয়ায় এলাকা স্বস্তি ফিরে এসেছে। আমরা এই খুনির সবোর্চ্চ শাস্তি চাই।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ