প্রতিনিধি 13 June 2025 , 7:28:21 প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি
বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলায় বেড়াতে এসে নিখোঁজ হওয়া পর্যটক স্মৃতি আকতারের (স্বর্ণা নামে পরিচিত) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা সকালে খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে সহযাত্রী পর্যটকরা মরদেহটি স্মৃতি আকতারের বলে শনাক্ত করেন।
এর আগের দিন, বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাতামুহুরী নদীর পাশের একটি জমি থেকে উদ্ধার করা হয় জুবাইরুল ইসলাম নামে আরেক পর্যটকের মরদেহ।
জানা গেছে, গত ৯ জুন (সোমবার) ‘বর্ষা’ নামে একটি ট্যুর অপারেটরের আয়োজনে ‘ট্যুর এক্সপার্ট’ নামক একটি পর্যটক দল আলীকদমে আসে। ৩৩ সদস্যের এ দলে সহ-সমন্বয়কের দায়িত্বে ছিলেন হাসান চৌধুরী নামের একজন। স্থানীয় গাইড হিসেবে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের ভ্রমণ পরিকল্পনায় ছিল আলীকদমের ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়ায় অভিযান।
পর্যটক দলটি দুটি ভাগে বিভক্ত হয়—একটিতে ২২ জন, অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন। অভিযানের সময় ২২ জনের দলটি একটি পাহাড়ি ঝিরি পার হচ্ছিল। তখন হঠাৎ প্রবল স্রোতের কবলে পড়ে তিনজন—জুবাইরুল, স্মৃতি আকতার ও ট্যুর অপারেটর হাসান ভেসে যান। এদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটক হাসানের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মধ্যেও এই ঘটনার কারণে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে সংশ্লিষ্ট মহলের আলোচনা থেকে।