প্রতিনিধি 23 August 2025 , 7:32:36 প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সদর থানার লঞ্চঘাট এলাকায় নিজের মেয়ে মরিয়ম আক্তার (৯)-কে ধর্ষণচেষ্টার অভিযোগে আমির হোসেন হাওলাদার (৩৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর শিশুটির মা মোসাম্মৎ জেসমিন আক্তার ওরফে জোসনা (২৮) শনিবার সকালে সদর থানায় মামলা দায়ের করেন।
আমির হোসেন লঞ্চঘাট এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি চারটি বিয়ে করেছেন এবং দুশ্চরিত্র প্রকৃতির বলে অভিযোগ রয়েছে। ভিকটিম মরিয়ম ও তার মা বাউফল উপজেলার কাশিপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে নানার বাড়িতে থাকতেন। গত ১৫ আগস্ট আমির তার মেয়েকে কালিকাপুরের একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করেন। ১৭ আগস্ট মরিয়মের জ্বর ও কাশির কারণে তিনি তাকে লঞ্চঘাটের মাদ্রাসার তিনতলার থাকার কক্ষে নিয়ে যান।
সেখানে তিন দিন একসঙ্গে থাকার সময় আমির মরিয়মকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখান এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ২১ আগস্ট বৃহস্পতিবার মরিয়মকে মাদ্রাসায় ফেরত দেওয়ার পর শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। এরপর জেসমিন থানায় অভিযোগ দায়ের করেন।