অন্যান্য

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিন

  প্রতিনিধি 9 May 2025 , 7:01:55 প্রিন্ট সংস্করণ

মোঃ মোহাইমেনুল হক    

নওগাঁর নিয়ামতপুরে ৪-৫ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাঁচা দোতলা বাড়ির টিন উড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় গতকাল রাত সাড়ে দশটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন।

ওই এলাকার তাহেরুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আসলামুল বলেন, কিভাবে ককটেল সদৃশ ৪-৫ টি বস্তুর বিস্ফোরণ ঘটলো তা নিয়ে আতঙ্কিত তাঁরা। এতে টিনের চালা উড়ে গেছে। কে বা কাহারা ককটেল নিয়ে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্যজাল। তবে অনেকে বলছেন ধান কাটার শ্রমিকরা ওই বাড়িতে থাকতেন। তাদের মাধ্যমেও আসতে পারে অথবা বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে ককটেল মজুদ করেছিল।

ঘটনার পরপরই নওগাঁ মান্দা-নিয়ামতপুরের সার্কেল অফিসার জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ