অন্যান্য

নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

  প্রতিনিধি 6 January 2025 , 5:14:02 প্রিন্ট সংস্করণ

 

মোঃ মোহাইমেনুল হক

 

সোমবার (৬ জানুয়ারি) সকালে নওগাঁ জেলার নিয়ামতপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে র‍্যালীটি শেষ হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তরুণ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, তারুণ্যের র‍্যালীর শেষে উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

S/NN

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ