নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অনেক ভোগান্তি'র মাঝে পড়তে হয়
মরিয়ম আক্তার নামে এক নারী বলেন, সড়কের ঝাঁকুনিতে গর্ভবতী নারী ও হার্টের রোগীদের বেহাল এই সড়কে চলা চল করতে খুবই অসুবিধা হচ্ছে। পানি থাকার কারণে হেটেও চলাচল করা যাচ্ছে না।
দ্রুত সড়কটি সংস্কার করে জনগণের ভোগান্তি লাগভের দাবি, নাম জানাতে অনিচ্ছুক আরেক জন বলেন শুনছি সড়কটি শীঘ্রই কাজ ধরবে'না। তবে রাস্তা'র বেহাল দশার সড়কটিতে চলাচল করতে অসুবিধা হচ্ছে। আমিও চাই সড়কটি দ্রুত ঠিক হোক। জনগণ যেনো পাকা সড়কে চলাচল করতে পারে।