মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম শহর শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে "ঈদ পুনর্মিলনী" অনুষ্ঠিত হয়।
শহর শাখার আমীর জনাব আব্দুস সবুর খানের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মাওলানা মো: মতিউর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।
তিনি তার বক্তব্য বলেন, যেনতেন নয় বরং দেশের জনগণ প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তিনি আরো বলেন- প্রয়োজনীয় সংস্কার ছাড়াই ফ্যাসিবাদের রেখে যাওয়া প্রশাসন দ্বারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মো: ইয়াসিন আলী সরকার।
তিনি বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, নারী, পুরুষ সকলেই সমানভাবে তাদের নাগরিক অধিকার ভোগ করবে। কাউকে বঞ্চিত করা হবে না। একটি নৈতিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এছাড়াও কুড়িগ্রাম শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে কুড়িগ্রাম কালচারাল একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।