অন্যান্য

নিরপেক্ষ নন ডা. ইউনুস শিক্ষার্থীদের জনপ্রিয়তা থাকলে দ্রুত নির্বাচন দেন বললেন দুদু

  প্রতিনিধি 23 February 2025 , 11:40:13 প্রিন্ট সংস্করণ

 

মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও।

 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

 

বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু।

 

 

 

প্রধান অতিথির বক্তব্য কালে শামসুজ্জামান দুদু বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে এখন খারাপ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কী? যে সরকার পারে না তার একটা ভালো ইলেকশন দেওয়া উচিত। যেটা ১৬ বছরেও আওয়ামী লীগ দেয়নি। ইলেকশনে যারা জিতবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবেন। আর যদি বিএনপি না জিতে, তাহলে অন্য দলকে ক্ষমতা দেবেন। আপত্তি নেই।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বলছে তারা খুব জনপ্রিয়। ভালো কথা, ইলেকশনে আসো। তোমাদের নামে যেসব কথাবার্তা শুনি। আমরাও তো ছাত্র ছিলাম। তোমরা যে একমাত্র গণঅভ্যুত্থান করছো তা কিন্তু না, বিএনপিও করেছে। আপনারা রূপায়ন টাওয়ারে ২টা ফ্ল্যাট নিয়েছেন কার টাকায়? চাকরি, ব্যবসা কিছুই তো করেন না। আপনারা যে গাড়িতে চলেন, আমরাও সে গাড়িতে উঠি না।

 

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না, বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল, যে কোনো পরিস্থিতিতে বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় বিএনপি দেবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে না। যে দলের নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বেগম খালেদা জিয়া, সেই দলকে কীভাবে রুখবেন? দলের ভেতরে টানাটানি থাকতেই পারে, কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে ঐক্যবদ্ধভাবে। আরও বেশি কাছাকাছি হতে হবে।শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে যে সরকার হবে সেটা হলো বেগম জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ও জনতার সরকার। এই বছর নির্বাচন হবে, এই বছরই বিএনপি ক্ষমতায় আসবে। এই বছরই ধানের শীষ জয় লাভ করবে।

 

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ