প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৪:০২ পি.এম
নির্বাচনের কোন বিকল্প নেই:ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আবুল ওহাব:-
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মীরজা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৬- ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,একটা পাথর আমাদের বুকে ছিল,সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ফুটবল-ক্রিকেট সহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন কে ধ্বংস করে দিয়েছে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও দলটির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রোমান বিন ওয়ালি সাব্বিরসহ জেলা- উপজেলার নেতৃবৃন্দ ও ক্রিয়া-প্রেমীরা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় শিল্পীদের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি জেলা পর্যায়ক্রমে প্রতিযোগিতা করবেন। চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.