অন্যান্য

নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে পুলিশের উচ্চ সতর্কতা: ‘জুলাই অভ্যুত্থান’ বর্ষপূর্তিতে নাশকতার শঙ্কা!

  প্রতিনিধি 29 July 2025 , 5:12:42 প্রিন্ট সংস্করণ

ঢাকা, ২৯ জুলাই ২০২৫:

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের গতিবিধি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, দলটি দেশে বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশের বিশেষ শাখা (এসবি) দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে একটি জরুরি সতর্কতা চিঠি পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।
অনলাইন-অফলাইনে অস্থিরতার ছক: এসবি’র চাঞ্চল্যকর তথ্য
এসবি’র চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ গোপনে সমাবেশ বা সহিংস কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। তাই সকল পুলিশ ইউনিটকে এই দলের রাজনৈতিক গতিবিধি নিবিড়ভাবে নজরে রাখতে এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণা চালিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই সময়ে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বা ভাঙচুরের চেষ্টা করতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’ এর বার্ষিকীকে কেন্দ্র করে সরকারবিরোধী ও তথাকথিত ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো ইতোমধ্যে কর্মসূচি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করেছে এসবি।
নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশনা
২৮ জুলাই (সোমবার) এসবি থেকে পাঠানো চিঠিতে দেশের সব পুলিশ ইউনিটকে নিম্নলিখিত বিষয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে:
* সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বৃদ্ধি।
* বিশেষ করে ব্যক্তিগত মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি।
* বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের আশপাশে টহল বৃদ্ধি।
* মোবাইল পেট্রোল চালু রাখা।
* গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন।
* সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা।
‘ভার্চুয়াল স্কোয়াড’ ও বিদেশের অর্থায়ন: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা
পুলিশের তথ্যমতে, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মী সরাসরি মাঠে সক্রিয় না থাকলেও, অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে। গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে, ফেসবুক, টেলিগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে এই দলটি সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে।
এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। বিদেশে পাচারকৃত অর্থ ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।”
তিনি আরও কঠোর বার্তা দিয়ে জানান, “যারা দেশে কিংবা বিদেশে বসে পরিকল্পনা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা আইন অনুযায়ী কঠোর হাতে দমন করা হবে।”
বিশেষ করে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ