অন্যান্য

নিষিদ্ধ যুবলীগ নেতা ওয়াদুদের বিরুদ্ধে জমি দখল ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  প্রতিনিধি 20 May 2025 , 8:14:30 প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম স্টাফ রিপোটার

রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে গনেশপুর মৌজায় ১১.৮০ শতক জমির সৌদি প্রবাসী ডাঃ রফিকুল ইসলামের কাছে গনেশপুর মৌজার স্থানীয় নিষিদ্ধ যুবলীগ নেতা ওয়াদুদ ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে মর্মে রংপুর সিটি কর্পোরেশন কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের হয়, অভিযোগ সূত্রে যায় সৌদি প্রবাসী ডাক্তার রফিকুল ইসলাম প্রায় ০২ বছর পূর্বে আরপিএমপি কোতয়ালী থানাধীন গণেশপুর মৌজাস্থ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে জনৈক ডাঃ আঃ সালাম গংদের এর নিকট থেকে ১১.৮০ শতক জমি ক্রয় করে প্রাচীর নির্মাণ করে রাখেন।কিছুদিন পর রফিকুল ইসলাম তার জমিতে সেমি পাকা ঘর তৈরী করেন এবং কিছু দিনের জন্য কাজ বন্ধ করে রাখেন। গত ১২/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় তার নির্মাণাধীন বাড়িতে আরো কাজ করার জন্য মিস্ত্রিদের নিয়ে গেলে সালাম, ওয়াদুদ, সুলতান, নেজাম গং তার নির্মাণাধীন বাড়ীতে অনধিকার প্রবেশ করে এবং মিস্ত্রিদের কাজ বন্ধ করে দেয়,তখন দুই পক্ষের বাকবিতন্ধসহ অশ্লীল ভাষায় গালাগলি ও এক পর্যায়ে সালাম ওয়াদুদ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করে।এবং তারা বলে যদি চাঁদা প্রদান না করে তাহালে তাকে তার ক্রয়কৃত জমিতে কাজ করতে দিবে না বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে গত ১৪/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়ীর মেইন দরজার দুটি পার্টের মধ্যে এক পার্ট, মূল্য অনুমান ১৬,০০০/-(ষোল হাজার) টাকা এবং জমিতে থাকা এক হাজার নতুন ইট, মূল্য অনুমান ১১,৫০০/-(এগার হাজার পাঁচশত) টাকা চুরি করে নিয়ে যায়। উপরোক্ত বিবাদীগন রফিকুল ইসলামের নির্মাণাধীন ঘরের কাচা দেয়াল ভেঙ্গে দিয়ে অনুমান ৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা ক্ষতিসাধন করে।
এই বিষয়ে ডাঃ রফিকুল ইসলাম বলেন, আমি এখন হুমকির মুখে কি বলব বুঝতে পারছি না, আমি একজন রেমিটেন্স যোদ্ধা কষ্ট করে টাকা উপার্জন করে আমি এই জমিটি কিনেছি, আমার সাথে এরকম করার কারণ আমি বুঝতেছি না আমি ১৫/০৫/২০২৫ তারিখ সকল বেলা আমি আমার নির্মাণাধীন বাড়ীতে গিয়ে আশেপাশের লোকজনদের ঘটনার বিষয় জানাইলে তাহারা ঘটনাস্থলে এসে দেখে। উপরোক্ত বিবাদীগন আমার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে চাঁদার টাকা সংগ্রহ করেছি কিনা জিজ্ঞাসা করে চাপ প্রয়োগ করে আসিতেছে। আমি যতক্ষন পর্যন্ত বিবাদীদের চাঁদার টাকা না দেই ততক্ষন পর্যন্ত কাজ করতে দিবে না মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। আমার জমির তফসিল উল্লেখ করলাম জেলা-রংপুর, থানা-কোতয়ালী, মৌজাঃ গণেশপুর, জেএল নং- ৯৫, সি এস খতিয়ান নং-৪৬৮, এস এ খতিয়ান নং-৪৬২, আর এস খতিয়ান নং-১৬৯৬, সাবেক দাগ নং-৪৬ এ জমি ১০.০০ ও ৪৫ দাগে জমি ১.৮০ যাহার হাল দাগ নং-১৮৩৭/১৮৭৯ দুই দাগে মোট জমি ১১.৮০ শতক।

আমি থানায় অভিযোগ করেছি, সংশ্লিষ্ট প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করেছি, আমি একজন নিরুপায় মানুষ আইনের দ্বারস্থ হইছি আমাকে প্রশাসনিক ভাবে আইনের মাধ্যমে আমার সমস্যার সুষ্ঠু সমাধান করবেন এই আশা আইনের প্রতি

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নানকে গণ সংবর্ধনা 

বরিশালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার। 

মনিরামপুরে তিন ব্যক্তির মৃত্যু বিএনপির শোক ও সমবেদনা

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে শ্রীপুর অপহরণকারীর মুক্তিপণ দাবির ফোন পেয়ে মারা গেলেন এক মা।