অন্যান্য

নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন কারাগারে

  প্রতিনিধি 31 December 2024 , 1:17:10 প্রিন্ট সংস্করণ

 

ইবি প্রতিনিধি।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন মঞ্জুর না করে তাকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

 

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় আহত আরমান মীর কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলায় নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ ১৮ নাম্বার আসামি হন।

 

পরে সেই মামলায় আজ মঙ্গলবার কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন এবং তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন মঞ্জুর না করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ