প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:০৯ পি.এম
নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম রাজারহাট ছাত্রলীগের নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের রাজারহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান সাগর (২৮)। তিনি কারমাইকেল কলেজ ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
গত ৫ আগস্টের পর তিনি গা ঢাকা দেন। গত শুক্রবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে রাজারহাটের সোমনারায়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মেহেদী হাসানের নামে মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.