মাইদুল ইসলাম (জেলা প্রতিনিধি নীলফামারী)
১৭ ই মার্চ জাতীয় কারণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের নির্দেশ পত্র বাতিল, প্রশাসনিক টেবুনালের রায় বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর শারকলিপি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা । নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সোমবার (১৭ই মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে যান । পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর শারকলিপি প্রদান করেন ।তারা প্রাথমিক শিক্ষক সমিতির নীলফামারী জেলার শাখার আহবায়ক হামিদুল ইসলাম জানান সারাদেশে জাতীয়করণকৃত ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের উত্তোলিত টাইমস্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই। দাবি আদায়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে এ সময় সংগঠনের সদস্য সচিব মোছাব্বের হোসাইন যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম ও সাবেক সভাপতি ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।