অন্যান্য

নীলফামারীতে মসজিদের জমি দখলের পাঁয়তারা, চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি 13 May 2025 , 5:11:11 প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক হানিফ ইসলাম নীলফামারী:

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গাবতলা জামে মসজিদে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের মুসল্লী ও কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত মসজিদটি প্রায় ৩০ শতক জমির ওপর নির্মিত। উক্ত জমির একটি অংশে বাজার গড়ে উঠেছে এবং বাজার থেকে প্রাপ্ত আয় দিয়েই দীর্ঘদিন ধরে মসজিদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি স্থানীয় মোজাহারুল ইসলাম ও তার ছেলে মানিকসহ একটি প্রভাবশালী মহল বাজারের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, জমি দখলকে কেন্দ্র করে মসজিদের মোতাওয়াল্লি ও কমিটির সদস্যদের হত্যার হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এমনকি ওয়াকফ স্টেট থেকে অনুমোদিত কমিটির অনুমতি থাকা সত্ত্বেও বাজারের নিয়মিত মাসিক ভাড়া আদায়ে বাধা দেওয়া হচ্ছে। চাঁদা না দিলে ভাড়া আদায়ের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে মুসল্লী ও এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং মসজিদের সম্পত্তি রক্ষা নিশ্চিত করার দাবি জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ