প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৯:১০ এ.এম
নেছারাবাদে খাল থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানিবাড়ির সামনের তারাবুনিয়া খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
প্রথাক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নেছারাবাদের শুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানিবাড়ির সামনের খালে পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে নেছারাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পিরোজপুর সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মরদেহ সনাক্ত করা সম্ভব হয়নি, মরদে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.